কাতারে বিজয় মেলায় ফ্রেন্ডস ইউনিটির পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান

কাতার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০০| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮
অ- অ+

কাতারস্থ বাংলাদেশ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি আয়োজন করে ফ্রেন্ডস ইউনিটি কাতার। একইসঙ্গে ২০২৩ সালের এসএসসি এইচএসসি পরীক্ষায় জিপিএ- প্রাপ্ত এবং ২০২৪ সালের এসএসসিতে জিপিএ- প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় সংগঠনটি।

বাংলাদেশ দূতাবাস কাতার স্কুল কর্তৃপক্ষের যৌথ আয়োজনে বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের উপপ্রধান ওয়ালিউর রহমান এবং বিএমএইচএম স্কুল এন্ড কলজের ডিরেক্টর লেফটেন্যান্ট কমান্ডার (অব.) আনোয়ার খুরশীদ, অধ‍্যক্ষ জুলফিকার আজাদ, গভর্নিং বডির সদস‍্য সোহেল রানা, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম স্কুলের অভিভাবকদের সংগঠন গার্ডিয়ানের উপদেষ্টামণ্ডলীর সদস‍্য মোজাম্মেল হোসেন, গার্ডিয়ানসের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মির্জা আসাদুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক হুমায়ন আহমেদসহ ফ্রেন্ডস ইউনিটির সমন্বয়কবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ফ্রেন্ডস ইউনিটি কাতারের সমন্বয়ক রাকিব মোহাম্মদ (মিলকান) এবং মার্সিয়া জান্নাত।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও বিষয়ের ওপর বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৬৪ জন ছাত্রছাত্রী, দেশবিদেশের আটজন বিচারক এবং ২৯ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীকে ক্রেস্ট দেওয়া হয়।

(ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা