টঙ্গীতে সাদপন্থিদের হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১| আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৬
অ- অ+

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থিদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে শরীয়তপুরের ভেদরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে ওলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভেদরগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি আবু জাফর মো. সালেহ্।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন ভেদরগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মুজাম্মেল হক সাদী, সহ-সভাপতি মাওলানা মুফতি উসমান হাকিম, উপজেলা মসজিদের খতিব মাওলানা মুফতি ইদ্রিস নোমানী, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

(ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা