ইতালিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:১৯
অ- অ+

ইতালিতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাংকন সহ নানান আয়োজনে পালন করেছে পিসা বিএনপি।

সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে হলরুমে এই সভার আয়োজন করা হয়।

বিএনপি পিসা ইতালির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফসার মিশু ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের যৌথ পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

টেলিকনফারেন্সে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম।

আলোচনা সভায় বিজয়ের ইতিহাস এই প্রজন্মের নিকট তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিসা বিএনপির অন্যতম প্রবীণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা এবং বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক মো. শাহজাহান।

শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা ও আবৃতি এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রবাসে বেড়ে উঠা অনেক শিশু-কিশোর অংশগ্রহণ করেন। এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত অভিভাবকরা আয়োজকদের ধন্যবাদ জানান।

শুভেচ্ছা বক্তব্য দেন পিসা বিএনপির সহ সভাপতি ডিউক হেলাল, অপু ভূঁইয়া, মাহবুব আলম, সিনিয়র সদস্য সামসুল আলম, অর্থ সম্পাদক আব্দুল হক রিদয়, সদস্য মেহেদী হাসান, বেলাল হোসেন, মো. হাসান প্রমুখ।

উপস্থিত ছিলেন পিসা বিএনপির উপদেষ্টা মো. ইব্রাহিম, জসিম উদ্দিন, টিপু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, টুটুল মোল্লা, যুব বিষয়ক সম্পাদক মো. সুহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা