চাঁদপুরে সাইকেল থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে চলন্ত সাইকেল থেকে পড়ে মো. জিহাদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের বেপারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. জিহাদ হোসেন উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউড়া গ্রামের প্রবাসী মো. মাসুদ হোসেনের ছেলে। সে ওই ইউনিয়নের বাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

জানা গেছে, বিকালে বাড়ি থেকে নিজের সাইকেলটি নিয়ে বের হয় জিহাদ। এসময় বাড়ির সামনে গ্রামীণ সড়ক থেকে সাইকেলটি নিয়ে রাস্তার নিচে পড়ে সে মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিহাদের মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।

জিহাদের মা ঝর্ণা বেগম জানান, জিহাদ মৃগী রোগে আক্রান্ত। তাছাড়া গত কয়েকদিন ধরে সে শারীরিকভাবে অসুস্থ। বিকালে সে সাইকেল নিয়ে বের হয়। পরে শিশুদের মাধ্যমে জানতে পারি জিহাদ সাইকেল নিয়ে পড়ে মাথা ফেটে গেছে এবং নাক-মুখে রক্ত বের হচ্ছে। পরে হাসপাতালে সে মারা গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, জিহাদ হোসেনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের লোকজন থানায় এসেছেন। তাদের কোনো অভিযোগ নেই এবং আদালতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরে আবেদন করেছেন। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা