ইতালিতে নানা আয়োজনে বড়দিন পালন

ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে প্রবাসী বাংলাদেশি খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে নানা আয়োজনে বড়দিন পালন করা হয়েছে। রবিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় বাংলাদেশি খ্রিষ্টান পরিবার ও প্রবাসী কমিউনিটির সদস্যরা, যারা এই উৎসবকে একটি মর্মস্পর্শী ও আনন্দময় মুহূর্ত হিসেবে উদযাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির লোম্বারদিয়া অঞ্চলের খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশি খ্রিষ্টান ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নানা ধর্মীয় গান ও সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি, বড়দিনের বিশেষ খাবার পরিবেশন করা হয়, যা প্রবাসী বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে তোলে। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে প্রবাসী খ্রিষ্টানরা একে অপরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন বছর ২০২৫-এর আগমনকে উদযাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক প্রবাসী শিশু ও তরুণ-তরুণীরা, যারা ছোটদের জন্য বিশেষ খ্রিষ্টমাস গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রবাসীরা বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশেষ দিন। যদিও আমরা আমাদের জন্মভূমিতে নেই, তবুও এই ধরনের অনুষ্ঠান আমাদের হৃদয়ে দেশ ও ধর্মের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। বড়দিনের এই আনন্দে আমাদের প্রভুর আশীর্বাদ এবং নতুন বছরের জন্য সবার সুখ-শান্তি কামনা করছি।’
(ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন