কানাডায় এথনিক প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি কমিউনিটির চার জন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:০০
অ- অ+

কানাডায় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ড পেলেন চার বাংলাদেশি।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন— দীন ইসলাম, ডা. এএসএম নুরুল্লাহ তরুণ, মোর্শেদ নিজাম সিপিএ এবং রিমন ইসলাম।

ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা এ বছর তাদেরকে সম্মানজনক ‘ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।

অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে দীন ইসলামকে বাংলাদেশি কমিউনিটিতে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র উন্নয়নে ভূমিকা রাখার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ ও কানাডাতে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের কাজ করে চলেছেন তিনি।

ডা. এএসএম নুরুল্লাহ তরুণ টরন্টোতে ফ্যামিলি ফিজিসিয়ান হিসেবে কাজ করছেন। নিজের পেশার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সামাজিক কাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাকে এই কাউন্সিল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মোর্শেদ নিজাম পেশায় একজন অ্যাকাউনট্যান্ট। সিপিএ ডিগ্রিধারী মোর্শেদ নিজাম টরন্টো বাংলা স্কুল এবং বাংলা টাইটান্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে চলেছেন। এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অকাতরে সাপোর্ট দিয়ে চলেছেন। বাংলাদেশি কমিউনিটির প্রতি তার স্বীকৃতির অংশ হিসেবে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এছাড়া কমিউনিটি অ্যাক্টিভিস্ট রিমন ইসলাম বাংলাদেশি কমিউনিটির তরুণদের নিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন। সেইসব কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ বছর ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, রোমানিয়াসহ ১৫০ টিরও বেশি ইমিগ্র্যান্টধারী মিডিয়া প্রতিনিধি ও বিশিষ্টজনদের এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ২০ শে ডিসেম্বর এথনিক প্রেস কাউন্সিলের বাৎসরিক ডিনারে বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা এ চার জনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা