বেলজিয়াম আ.লীগের বিজয় দিবস উদযাপনে শেখ হাসিনা-হাছান মাহমুদ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:২৩| আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ২২:০৬
অ- অ+

মহান বিজয় দিবস উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি অংশ নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি হলে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি সহিদুল হক সহিদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠানে আরও যোগ দেন দলের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ।

সরকার পরিবর্তনের পর বেলজিয়াম আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত হয়ে বক্তব্য দেন হাছান মাহমুদ।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সাবেক সভাপতি অনীল দাশ গুপ্ত ও বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

এতে আরও বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী মেহজাবীন সুরাইয়া মাহমুদ। মিউজিক পরিচালনা করেন মাহির মাহমুদ।

সবশেষে সভাপতি সহিদুল হকের সমাপনী বক্তৃতা ও উপস্থিত সবার সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা