ফরিদপুরে চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।
সোমবার বেলা ১১টায় হাসপাতাল চত্বরে জেলা বিএমএ শাখা ও ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হামলার শিকার হন হাসপাতালটির চিকিৎসক ও মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহীন আক্তার জোয়ার্দার। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের ট্রমা বিভাগ থেকে সিঁড়ি দিয়ে নিচের নামার সময় মোত্তাকিন (২০) নামে এক ইন্টার্ন নার্স তাকে ধাক্কা দেয়। এ ঘটনার জেরে আধাঘণ্টা পরেই বহিরাগতদের নিয়ে চিকিৎসকের ওপর হামলা চালান মোত্তাকিন।
এ ঘটনায় মামলা হলে মূল অভিযুক্তের বাবা ও মাসহ তিনজনকে আটক করে পুলিশ। তবে মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় হতাশা ব্যক্ত করে এ কর্মসূচি পালন করেন।
তারা বলেন, হামলার আজ এক সপ্তাহ পার হলেও মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা অতিদ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানাই।এতে বক্তব্য দেন হাসপাতালটির পরিচালক মো. হুমায়ন কবির, মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মোর্শেদ (ক্যানসার বিশেষজ্ঞ), সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) মো. ফারুক আহমেদ, ডা. সানিয়াত জামান (বার্ন ও প্লাস্টিক সার্জারি) প্রমুখ।
(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন