সুনামগঞ্জ সীমান্ত থেকে ৩০ লাখ টাকা ভারতীয় পণ্য আটক

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে ২৮ বিজিবি।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সোমবার রাত ১টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার চিনাকান্দি, মাছিমপুর, নারায়ণ তলা, ট্যাকেটঘাট, মাটিরাবন, চিনাউড়াসহ বিভিন্ন বিওপির এলাকায় গোপন সংবাদের ভিত্তি মালিকবিহীন ভারতীয় গরু-১৬টি, চিনি-১৫ কেজি, কয়লা ১০০০ কেজি, শুঁটকি-৩২০ কেজি, কমলা-৪৪০ কেজি, বোতল ৪৩ মদ, বিয়ার ৬ বোতল, বালু-১৭০ ঘনফুট এবং বাংলাদেশি সুপারি ২৭০ কেজি ও একটি যানবাহন আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৩০ লাখ ৪১ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত মদ, বিয়ার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরু, চিনি, করলা, শুঁটকি, কমলা, বালু, বাংলাদেশি সুপারি ও যানবাহন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/৩০ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন