ঢাকা টাইমস সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

দৈনিক ঢাকা টাইমস, ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ঢাকা ও ফরিদপুরের বিভিন্ন স্থানে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
বাদ আসর ঢাকার ৪৪, ইস্কাটন গার্ডেনে দৈনিক ঢাকা টাইমস কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল মসজিদের খতিব মাওলানা আব্দুল হাই।
ঢাকা টাইমসের নির্বাহী সম্পাদক মনির হোসেন লিটন, উপ সম্পাদক মোরশেদুল জাহের, বার্তা সম্পাদক খালিদ আহমেদ, সিনিয়র রিপোর্টার জাহিদ বিপ্লব, সিরাজুম সালেকীন, রাহাত হোসাইন, মফস্বল সম্পাদক সাদিয়া আক্তার, সহ-সম্পাদক মামুন হোসেন, আরিফ হাসান, মাল্টিমিডিয়া রিপোর্টার মো. আবুদর রহমান, ফয়জুল্লাহ স্বাধীন, উপস্থাপিকা নামিরা আহমেদ মিলাদে অংশ নেন।
আরও অংশ নেন মার্কেটিং বিভাগের প্রধান রাজু আহমেদ, মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মাদেনাল মোক্তার, হিসাব বিভাগের কবিতা দে, আইটি বিভাগের প্রধান রেজাউল করিম টিপলু, এসইও বিভাগের প্রধান মিজানুর রহমান, সম্পাদনা বিভাগের জাহাঙ্গীর আলম, বিজ্ঞাপন কর্মকর্তা মহিদুল ইসলাম, আইটি পারসন লিমন খান, ক্যামেরা পারসন রমেশ চন্দ্র চৌধুরী, গ্রাফিক্স বিভাগের রেজাউল হোসেন, রাশেদুর রহমান রবিন, ভিডিও এডিটর হৃদয় খান, অফিস সহায়ক অপূর্ব কুমার মাঝিসহ বিভিন্ন বিভাগের কর্মীরা মিলাদে অংশ নেন।
এদিন গ্রামের বাড়ি আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের মুন্সীবাড়িতেও স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ এফ এম ওবায়দুর রহমান ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ভোরে ফরিদপুরের আলফাডাঙ্গায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।
ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান ওবায়দুর রহমান স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন