টেকনাফে অপহৃত ১৯ বনকর্মীর মধ্যে ১৮ জনকে উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে অপহৃত বন বিভাগের ১৮ শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কক্সবাজার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উদ্ধার অভিযানে অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়েছে। একইসাথে অপহরণ চক্রটিও শনাক্ত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদার পশ্চিমের গহিন পাহাড় থেকে স্থানীয় জনতা, বনবিভাগের সহায়তায় র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা একটি আস্তানা থেকে বন বিভাগের ১৮ শ্রমিককে উদ্ধার করে। তবে এর আগে অপহরণকারীরা জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন, ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছে বলে জানা গেছে।
পাহাড়ি এলাকায় বন বিভাগ ও স্থানীয় জনতাকে সাথে নিয়ে র্যাবের একাধিক টিম এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এপিবিএন সারাদিন অভিযান চালায়। দুপুর থেকে বিকাল পর্যন্ত গহিন পাহাড়ে ড্রোন দিয়ে এ অভিযান চালানো হয়। সন্ধ্যার দিকে পাহাড়ি এলাকা থেকে বন বিভাগের শ্রমিককে উদ্ধার করে র্যাব। বন কর্মীদের উদ্ধার করার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এমআর)

মন্তব্য করুন