বেনাপোলে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক, কম্বল, কসমেটিকস সামগ্রী ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন খবরে বেনাপোল বিওপি ও পাঁচপীরতলা বিওপি আমড়াখালী চেকপোস্ট এলাকায় এবং বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালানো হয়। অভিযানে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক,কম্বল, কসমেটিকস সামগ্রী ও ফেনসিডিলি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, চোরাকারবারিরা এসব পণ্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৩জানুয়ারি/এজে)

মন্তব্য করুন