ইতালিতে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

ইতালির ভেনিসে সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত প্রথম গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির মিষ্টি মুখ অনুষ্ঠান ও অ্যাসোসিয়েশনের মহিলা সদস্যদের তৈরি সিলেটের ঐতিহ্যবাহী নানান রকমের পিঠার সমাহার নিয়ে পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
ভিন্ন ভিন্ন স্বাদের রকমারি পিঠার মধ্যে সিলেট অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক পিঠা নিয়েও আসেন নারীরা। বছরের প্রথম দিনে এমন আয়োজনে কমিউনিটির নেতৃবৃন্দের উপিস্থিতি ছিল লক্ষণীয়। নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রকমারি পিঠা দিয়ে আপ্যায়ন এবং প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদেরকে আমাদের দেশের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেন আয়োজকরা।
বুধবার স্থানীয় একটি হলরুমে গ্রিন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হাসান ছানার ও সাধারণ সম্পাদক সানি আলীর সার্বিক তত্ত্বাবধানে মহিলা সদস্যরা কেক কেটে পিঠা উৎসবের সূচনা করেন।
পিঠা উৎসবের অনুষ্ঠানে আগত ভেনিসের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দকে স্বাগত জানান।
শুভেচ্ছা জানান অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, প্রধান পৃষ্ঠপোষক মো. শাহাবুদ্দিন, উপদেষ্টা হাবিবুর রহমান, আলকাস তালুকদার, সিনিয়র সহসভাপতি আসকির আলী, সহসভাপতি আমানুর রহমান, বাতির আহমেদ, ইউনুস মিয়া, যুগ্ম সম্পাদক ফয়সাল পলাশ, সুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সোহাগ আলী, কোষাধ্যক্ষ রুজেল হোসেন, আজিমুল হক পলাশ, দপ্তর সম্পাদক ফয়েজ আলী, প্রচার সম্পাদক হুমায়ুন কাউসার, ক্রীড়া সম্পাদক আওলাদ হোসেন, আল আমিন, রাহেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক রিন্টু দাস, শিহাব ফারুক প্রমুখ।
মহিলাদের বাহারি রকমের পিঠার স্বাদ পেয়ে উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ আয়োজকদের ধন্যবাদ জানান এবং নতুন বছরের এমন আয়োজনের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির প্রথম সদস্য শরীফ মৃধা, যুবদলের সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী, ভৈরবে সমিতির তৌফিকুজ্জামান প্রমুখ।(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন