কুয়াকাটায় প্রথমবার শুরু হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:১১| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:০০
অ- অ+

কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের যৌথ আয়োজনে মাসব্যাপী শুরু হচ্ছে ‘কুয়াকাটা পর্যটন মেলা ২০২৫'। বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৩টা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ডিসি পার্ক মাঠে শুরু হবে এই মেলা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার জিয়াউল আহসান তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহম্মেদ, মহিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

মাসব্যাপী এই মেলা উপলক্ষে থাকছে জমকালো আয়োজন সার্কাস প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট। থাকছে বিভিন্ন পণ্যের স্টল, রাখাইন তাঁত শিল্পের স্টল, রাখাইন পিঠা। হোটেল-মোটেল, পরিবহন ব্যবস্থা ও রেস্তোরাঁর মালিকরাও দিচ্ছে আকর্ষণীয় ছাড়। মেলা উপলক্ষে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা।

ব্যবসায়ীরা বলছেন, এভাবে মেলার আয়োজন করলে কুয়াকাটার প্রতি ট্যুরিস্টদের আকর্ষণ বাড়বে এবং ভালো বেচাকেনা হবে।

আয়োজক কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে মাসব্যাপী এ পর্যটন মেলার উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশের ফ্যামিলি গেস্টদের কুয়াকাটায় আনা মেলার মূল লক্ষ্য। মেলায় সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্যের স্টল থাকবে। এছাড়া কুয়াকাটার অলংকারখ্যাত রাখাইনদের তৈরি পিঠা ও হস্তচালিত তাঁতের তৈরি পোশাকের স্টল রাখা হয়েছে।

(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা