ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১১:২১| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৭
অ- অ+

অবৈধ পথে দুই বছর আগে ভারত গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি। ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তারা ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী।

শুক্রবার রাত ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন— আশিকুর রহমান (২৫), সুমন সরকার (৩০), ওমর ফারুক (২৫), মিজান শেখ (২৮), রিয়াজুল ইসলাম (২৫), বেলাল মোল্লা (২৮), সাগারি ফকির (২৮), রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), রুবেল গাজী (২৫), খালিদ হোসেন (২৫) ও মোছা. রেজিনা খাতুন (২৫)।

তারা গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ১২ বাংলাদেশিকে রাত ৯টার দিকে নোমান্সল্যান্ডে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় নেওয়া হয়। সেখান থেকে শনিবার সকালে রাইটস যশোর নামে একটি এনজিও তাদের বুঝে নেয়।

এ বিষয়ে রাইটস যশোরের সাইকোসোশ্যাল কাউন্সিলর মো. মামুন জানান, তারা ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান। সেখানে বিভিন্ন জায়গায় কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার রাতে তারা দেশে ফিরেছেন। ১২ বাংলাদেশিকে শনিবার সকালে তাদের কাছে হস্তান্তর করেছে পোর্ট থানা পুলিশ। তাদের রাইটস-এর শেল্টার হোমে রেখে পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা