জবি শিক্ষার্থীদের আল্টিমেটাম: সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৬
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান গণঅনশনরত শিক্ষার্থীরা প্রশাসনকে ১ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন।

সংবাদ সম্মেলনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ বলেন, ‘আমাদের সুস্পষ্ট তিনটি দাবি ছিল। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই প্রশাসন। তাই অনশন চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যের বিষয় হলো– সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি। আমাদের দাবিও আমলে নেওয়া হয়নি।’

পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, ‘পরবর্তী কর্মসূচি হবে–আমরা আজকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। যদি মন্ত্রণালয়, ইউজিসি, সেনা কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে বসার ঘোষণা না আসে, তাহলে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে ১টা ৩০ মিনিটের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে।’

সরেজমিন দেখা যায়, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ সাজিদ একাডেমিক ভবন, বিজ্ঞান অনুষদ, আর্টস ফ্যাকাল্টির ভবনগুলোতে তালা ঝুলছে। এদিকে অনশনে বসা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

এর আগে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণঅনশন পালন করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচিও পালন করেন তারা।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা