ওষুধ মোবাইলে খরচ ও রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না

কমানো হচ্ছে মোবাইলে রিচার্জ, রেস্তোরাঁ, ওষুধের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরকে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন ভ্যাট হারের আদেশ জারি হবে শিগগিরই।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, রেস্তোরাঁয় বর্ধিত ভ্যাট বাতিল হয়েছে। ভ্যাট ৫ শতাংশই রাখা হচ্ছে।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে এনবিআর। ইতোমধ্যে রেস্তোরাঁ মালিক সমিতিকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি প্রায় শতাধিক পণ্যের ভ্যাট-সম্পূরক শুল্ক বাড়ানো হয়। যাতে জীবনরক্ষাকারী ওষুধের উৎপাদন পর্যায়ে ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়। ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয় মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক। আর হোটেল-রেস্টুরেন্টের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ। যার প্রতিবাদ জানান ব্যবসায়ীরা। দেওয়া হয় কর্মসূচিও।
(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/কেএ)

মন্তব্য করুন