গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাচ্ছে হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:০১
অ- অ+

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা একাডেমিক কাউন্সিলে উপস্থিত সকলের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে ভালো-খারাপ সব দিক বিবেচনায় গুচ্ছে না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয় সিদ্ধান্তে উপনীত হয়েছি। সামনে অ্যাড হক কমিটির সভায় ভর্তির তারিখ, শর্ত ও পদ্ধতি নিয়েও আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার কথা উল্লেখ রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা গুচ্ছে মত দিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে গুচ্ছে শিক্ষার্থীদের ভোগান্তি বেশি বিশেষ করে সেশনজট।

উল্লেখ্য, বুধবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৬৮তম একাডেমিক সভায় উপস্থিত বিভিন্ন ডীন, বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের মতামতের ভিত্তিতে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

(ঢাকা টাইমস/১৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোলের দেখা পেলেন না মেসি-সুয়ারেজ, জয়হীন মিয়ামি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, আহত ১২
আমলার সঙ্গে যৌথভাবে যে রেকর্ড গড়লেন বাবর আজম
বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা