জিয়াউর রহমানের মাজারে আইইবি ও এ্যাবের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫
অ- অ+

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি) এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সূরা ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন। প্রথমে আইইবি পরে এ্যাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং এ্যাব-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), এ্যাবের মাহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, আইইবির সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান, আইইবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আহসানুল রাসেল, ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ওসমানী, ইঞ্জিনিয়ার নূর আমিন লালন এবং আইইবি ঢাকা সেন্টারের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কেএম আসাদুজ্জামান চুন্নু।

এসময় আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমরা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি। যিনি আধুনিক বাংলাদেশের রূপকার এবং যার হাত ধরে বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতি শুরু হয়েছিলো। আজকে তার মতো মহান নেতা বাংলাদেশের জন্য অপরিহার্য।

এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাবের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মহীউদ্দীন আহমেদ সেলিম, ইঞ্জিনিয়ার সোবহান, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার রুহুল আলম, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, ইঞ্জিনিয়ার শামীম রাব্বি সঞ্চয়, ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল, ইঞ্জিনিয়ার আবু হোসেন হিটলু, ইঞ্জিনিয়ার আল মামুন গাজী, ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, ইঞ্জিনিয়ার কামরুল হাসান খান সাইফুল, ইঞ্জিনিয়ার এসএম ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার নজরুল, ইঞ্জিনিয়ার কাওসার সুমন, ইঞ্জিনিয়ার ফাহিম, ইঞ্জিনিয়ার নাজমুল, ইঞ্জিনিয়ার ফারহান হাবিব, ইঞ্জিনিয়ার সিরাজ, ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন রনি, ইঞ্জিনিয়ার আইয়ুব, ইঞ্জিনিয়ার হাফিজ, ইঞ্জিনিয়ার সুজন, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জনি, ইঞ্জিনিয়ার শিমুল, ইঞ্জিনিয়ার শরিফুল বাবুসহ আইইবি ও এ্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বীরগ‌ঞ্জে ট্রাক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ৩ ‌
জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, ছড়িয়ে পড়েছে হাড় পর্যন্ত
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৯ হাজার ৯০৪ বাংলাদেশি
যেসব লক্ষণে বুঝবেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত, বাঁচার উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা