রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩১| আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩
অ- অ+

এবারের বিপিএলে রীতিমতো উড়ছে উত্তরের দল রংপুর রাইডার্স। ৮ ম্যাচ শেষেও কোনো দল হারাতে পারেনি রংপুরকে। আজ বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে টেবিলটপাররা।খুব স্বাভাবিকভাবে রংপুরকে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছে রাজশাহী।

চলতি এটিই দুদলের প্রথম দেখা। রংপুরের সঙ্গে এমন সময় মুখোমুখি হলো রাজশাহী, যখন বিপিএলে অস্তিত্ব টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ভাবার সুযোগ নেই তাদের।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসভাগ্যও সহায় হয়নি রাজশাহীর। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। অর্থাৎ আগে ব্যাটিং করবে তাসকিন আহমেদের রাজশাহী।

বর্তমানে ৯ ম্যাচে ৩ জয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে রাজশাহী। ৮ ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে রংপুর।

আগের ম্যাচে বোলিং করতে এসে দুই ওভারে ৩২ রান দেন মিগুয়েল কামিন্স। এই ম্যাচে আর তাকে খেলাচ্ছে না রাজশাহী। তার বদলে একাদশে জায়গা করে নিলেন শফিউল ইসলাম। জিসান আলম এই ম্যাচে খেলছেন না, তার জায়গায় খেলছেন সাব্বির হোসেন। এ ছাড়া মার্ক দেয়ালকেও বাদ দিয়েছে রাজশাহী, তার জায়গায় খেলছেন এসএম মেহরব। মোট তিনটি পরিবর্তন এনেছে রাজশাহী। দলে মোট দুজন বিদেশি তাদের।

অপরদিকে রংপুর এনেছে দুটি পরিবর্তন। একাদশে ফিরেছেন দলটির নিয়মিত পেসার নাহিদ রানা। গত ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। এ ছাড়া রংপুরের হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলবেন ইরফান শুক্কুর।

রংপুর রাইডার্স একাদশ: স্টিভেন টেলর, সাইফ হাসান, নুরুল হাসান (অধিনায়ক), ইরফান শুক্কুর, মেহেদী হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, রাকিবুল হাসান ও আকিফ জাভেদ।

দুর্বার রাজশাহী একাদশ: এনামুল হক বিজয়, ইয়াসির আলী, মোহাম্মদ হারিস, আকবর আলী (উইকেটরক্ষক), রায়ান বার্ল, এস এম মেহেরব হাসান, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, মোহর শেখ, তাসকিন আহমেদ (অধিনায়ক), শফিউল ইসলাম।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা