প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, আ.লীগের ২ কর্মী আটক

পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস- এমন গুজব শুনে শোডাউন করার সময় আটক হলেন পতিত আওয়ামী লীগের দুই নেতা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর চাটখিলের মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। আরেকজন গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫)। তিনি একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে। আজ (শনিবার) দুপুরে তাদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে আওয়ামী লীগ ও যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিএনপি ও চাটখিল থানা পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় ৫ নং মোহাম্মাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান বাহালুল বলেন, ‘আটককৃতরা আওয়ামী লীগ সমর্থক, তবে সক্রিয়কর্মী না।’
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ২৫-৩০ জন নেতাকর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় স্থানীয় বিএনপির লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদেরকে থানায় নিয়ে আসা হয়।’
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এজে)

মন্তব্য করুন