৩১ দফা বাস্তবায়ন ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নলছিটি স্বেচ্ছাসেবক দলের জনসমাবেশ

রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল জনসমাবেশ করেছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবকদল।
শুক্রবার আয়োজিত এই জনসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব সাইদুল কবির রানা।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জীবা আমিন আল গাজী, সাবেক এমপি ইশরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন।
এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনসমাবেশে বক্তব্য দেন।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এজে)

মন্তব্য করুন