খুনিদের বিচার করে নির্বাচন করা হবে: উপদেষ্টা মাহফুজ

বাংলাদেশ রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার নিজ জন্মভূমি লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে 'গণসংবর্ধনা' অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশবাসী কারো সাথে আমাদের বিরোধ নেই, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে দলীয় কর্মসূচি পালন করবে। গত ১৬ বছরে রামগঞ্জে উন্নয়ন হয়নি, হয়েছে গোপালগঞ্জে। ফ্যাসিস্ট বিরোধী সবাইকে নিয়ে রামগঞ্জে উন্নয়ন করা করা হবে আশা ব্যক্ত করেন তিনি।
রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল বাশার প্রমুখ।
(ঢাকা টাইমস/২৫জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন