ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, ২০:২৩| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ২০:২৭
অ- অ+

ভারতে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হিন্দুধর্মাবলম্বীদের বৃহৎ জমায়েত মহাকুম্ভ উৎসবে পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত হয়েছেন ৬০ জন। চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কতৃপক্ষ। খবর এনডিটিভির।

বুধবার ভোরের আগে মহাকুম্ভের সঙ্গম এলাকায় মৌনী অমাবস্যা উপলক্ষে ‘অমৃত স্নান’ করার জন্য কয়েক লাখ পূণ্যার্থীরা একত্রিত হলে এ পদদলনের ঘটনা ঘটে। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।

পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের জামাকাপড়, জুতা, কম্বল ও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য ছোটাছুটির চেষ্টা করছে।

মহাকুম্ভের নিরাপত্তার তত্ত্বাবধানকারী পুলিশ প্রধান ডিআইজি বৈভব কৃষ্ণ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে পঁচিশটি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়া পদদলনে আহত হয়ে আরও ৬০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা