আবার একই দিনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৫৯
অ- অ+

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবার অগ্নিকাণ্ড ঘটেছে। তবে হতাহতের ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল ও রোগীরা।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে হাসপাতালের চারতলা পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গত বছরও একই দিনে (৩১ জানুয়ারি) এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেবার আগুন লেগেছিল কিডনি ডায়ালাইসিস ইউনিটে।

হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ বিকাল পাঁচটার দিকে হাসপাতালের চারতলা পুরুষ মেডিসিন ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের ওষুধের কার্টন স্টোর রুম অন্য একটি তলায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনো দাহ্য পদার্থের ওপর সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দেওয়া থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. বি এম নুরুজ্জামান বলেন, সিগারেটের ফেলে দেওয়া অংশ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পরিচালক জানান, ওষুধের কার্টনের স্টোরে আগুন লেগেছিল। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আগুন দেখার সাথে সাথে মেডিসিন পুরুষ ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সর্বাত্মক চেষ্টায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হাসপাতালে অক্সিজেন ব্যবস্থা থাকায় আগুন ছড়িয়ে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

গত বছর একই দিনে এই হাসপাতালের (তৎকালীন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল) কিডনি ডায়ালাইসিস ইউনিটে আগুন লেগেছিল। ওই দিন রাত আটটার দিকে রোগীর ডায়ালাইসিস করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সূচনা হয়।

তৎকালীন হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানার তথ্যমতে, সেদিন কিডনি ডায়ালাইসিস ইউনিটে ইয়াসমিন (৩২) নামের এক রোগীর কিডনি ডায়ালাইসিস করার সময় তার অক্সিজেনের প্রয়োজন হয়। রোগীকে অক্সিজেন দিতে গিয়ে বাড়ানো-কমানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ডায়ালাইসিস মেশিন শয্যায় আগুন লেগে যায়। এতে একজন আয়া আহত হন।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/মোআ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার
রোনালদোর ৯২৮তম গোল, ১০ জন নিয়েও জয় পেয়েছে আল নাসর
সংসদে যান সেখানেই হবে মূল সংস্কার, নাহিদকে  ফারুক
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা