টেকনাফে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ শামলাপুরের নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করেন।

পরিদর্শক (তদন্ত) হিমেল রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জুলাই-আগস্ট গণআন্দোলনে টেকনাফের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া তিনি দুর্নীতি মামলার আসামিও।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, ‘আমজাদ হোসেনকে গ্রেপ্তারে আমরা কয়েক দফা অভিযান চালিয়েছি। কিন্তু তিনি টের পেয়ে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে হাতেনাতে পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা