চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কারণে নেই কোনো ভারতীয় আম্পায়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪১
অ- অ+

চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারতের আপত্তিতে অনিশ্চিত ছিল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডির পাশাপাশি দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সিদ্ধান্ত অনুসারে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে।

গতকাল বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। এ তালিকায় নেই ভারতীয় কোনো আম্পায়ার। ক্রিকেটভক্তদের অনেকের মনেই হয়তো প্রশ্ন, ভারতের আম্পয়ার কেন থাকবেন না।

কারণ খুবই সোজা। ক্রিকেটারদের মতো আম্পায়াররাা জানিয়ে দিয়েছেন, তারাও পাকিস্তান সফরে যাবেন না। দুই সম্ভাব্য আম্পায়ার স্বেচ্ছায় নিজেদের সরিয়ে নিয়েছেন।

জানা গেছে, আইসিসির অন্যতম অভিজ্ঞ ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ এবং আইসিসির এলিট প্যানেল আম্পায়ার নীতিন মেনন আইসিসির সঙ্গে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন, তারা পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন না। বর্তমানে ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সাদা বলের সিরিজে দায়িত্ব পালন করছেন শ্রীনাথ।

দুবাইয়ের ম্যাচগুলোতে যেহেতু ভারত খেলবে, তাই এসব ম্যাচে ভারতীয় কেউ আম্পায়ারের ভূমিকা পালন করতে পারবেন না। বিধিতে আছে, আইসিসির কোনো টুর্নামেন্টে অবশ্যই নিরপেক্ষ অফিসিয়াল নিয়োগ করতে হবে। ফলে আরব আমিরাতের হওয়া ম্যাচগুলোতে ভারতীয় অফিসিয়ালদের অংশগ্রহণ স্বাভাবিকভাবেই বাতিল হয়ে গেছে।

অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় কেউ আম্পায়ারের দায়িত্ব পালন করতে চাইলে তাকে অবশ্যই পাকিস্তান যেতে হতো।

আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) শন ইজি বলেন, আমরা সব সময় যেকোনো ইভেন্টের জন্য সবচেয়ে যোগ্য ও উপযুক্ত অফিসিয়ালদের মনোনীত করার চেষ্টা করি এবং আমরা নিশ্চিত যে, তারা পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচগুলোতে দুর্দান্ত দায়িত্ব পালন করবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির ১২ সদস্যের আম্পায়ার প্যানেলে আছেন- আইসিসি বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলবরো, মাইকেল গফ, পল রাইফেল, ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা। একমাত্র পাকিস্তানি আম্পায়ার হিসেবে তালিকায় আছেন আহসান রাজা। বাংলাদেশ থেকে আছেন শরফুদ্দৌলা সৈকত।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিসিয়ালদের তালিকা:

আম্পায়াররা: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, এড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলবরো, আহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌলা সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।

(ঢাকাটাইমস/০৬ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
পুলিশকে অপহরণ করে ডাকাতদলের পলায়ন! অতঃপর যা ঘটলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা