হরিণাকুণ্ডুতে গুঁড়িয়ে দেওয়া হলো মুজিবের ভাস্কর্য

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি বুলডোজার দিয়ে ভেঙে উপড়ে ফেলে ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ ভাঙচুর কার্যক্রম পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, শেখ মুজিবের কোনো মূর্তি এদেশে থাকবে না। হরিণাকুণ্ডুর কোনো অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে যদি দেখা যায় তাহলে তাদের সরিয়ে ফেলার আহ্বান জানাচ্ছি। যদি না সরাই তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই উপজেলায় স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া যাবে না এবং তাদের কোনো চিহ্ন রাখা যাবে না।

এর আগে, গত ৫ আগস্ট ভাস্কর্যটিকে ভাঙার চেষ্টা করে ছাত্ররা। কিন্তু অত্যন্ত মজবুত করে তৈরি হওয়ার কারণে তা সম্ভব হয়নি। এরপর ৬ ফেব্রুয়ারি রাতেও আরও একবার ভাঙার চেষ্টা করা হয়। কিন্তু তখনও ছাত্ররা ব্যর্থ হয়। এরপর তারা সেখানে আগুন ধরিয়ে দেয়।

(ঢাকা টাইমস/০৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা