দেশের ক্রীড়াঙ্গনে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে বসে আছে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩
অ- অ+

বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি মন্তব্য করে বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বহাল তবিয়তে বসে আছে।

শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে-২৬ টি থানা নিয়ে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫- এর ভাষাণটেক বনাম শেরে বাংলা নগর থানার উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে,স্বাধীন হয়েছে,সেই স্বৈরাচার মুক্ত ও স্বাধীন বাংলাদেশে দেশের ক্রীড়াঙ্গনকেও আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে চাই। ক্রীড়াঙ্গন থেকে ষড়যন্ত্রকারীদের সরিয়ে দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্রীড়া সংগঠনের ক্লাবগুলোকে দলীয়করণ করে খেলার মাঠগুলোকে তারা দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা তৈরির মাধ্যমে মাঠগুলোকে ধ্বংস করে ফেলেছে।

তিনি আরও বলেন, আমরা চাই ক্রীড়া সংগঠনের ক্লাবগুলো যাতে দলীয়করণ মুক্ত করা হয়। ক্লাবগুলোতে রাজনৈতিক স্বৈরাচারী অনুসারীদের যে প্রভাব এখনও রয়ে গেছে, সেগুলো থেকে ক্লাবগুলোকে মুক্ত করতে হবে।

সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও সাফজয়ী ফুটবলার আমিনুল হক বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গত ১৭ টা বছর আন্দোলন সংগ্রাম করেছি। যে আন্দোলন সংগ্রামের কারণে আমাদের বহু ভাইদের জীবন দিতে হয়েছে,রক্ত দিতে হয়েছে; এবং গত জুলাই আগস্টে ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের উপরে যেভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা সেই রক্তের দাগ ও গত ১৭ বছরের আন্দোলনের দুঃসহ স্মৃতি দেখেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেটা কেউ ভুলে যাইনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মো. মোস্তফা জামান, টুর্নামেন্ট কমিটি প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী ছাড়াও মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, ভাষাণটেক থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদির, শেরে বাংলা নগর থানার যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, খিলক্ষেত থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, সিএম আনোয়ার হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ, এ্যাড. সাকিব সারোয়ার, মোঃপুর থানা বিএনপির সিনিয়র সদস্য ফরিদ উদ্দিন ফরহাদ,আদাবর থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, মোঃপুর থানা ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি ওসমান গণি সেন্টু প্রমুখ।

পল্লবীতে তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি:

এর আগে, বাদ জুমা মিরপুর ১০ নম্বরে ৩ নং ওয়ার্ড বিএনপিও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ. লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে: আবু হানিফ 
ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের ‘এক্স’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা