রোজা শুরু কবে? যা জানা যাচ্ছে জ্যোতির্বিদ্যার হিসাবে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩
অ- অ+

জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং দেশটিতে রোজা শুরু হবে ১ মার্চ। সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি আরবের রীতি অনুযায়ী, সে দেশে রমজানের চাঁদ দেখা যাওয়ার কথা ঘোষণা দেবে দেশটির সুপ্রিম কোর্ট।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে আরবি মাসের চাঁদ দেখা যায়। রোজা শুরু এবং ঈদও হয়ে থাকে একদিন পরে। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ২ বা ৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে বলে মনে করা হচ্ছে। তবে ২ মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামি ফাউন্ডেশন।

সৌদি জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে রমজানের শেষদিন হবে ২৯ মার্চ। আর ঈদুল ফিতর উদযাপিত হবে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

রয়্যাল কোর্টের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁরের জন্ম ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে বলেও জানিয়েছেন। ওইদিন সন্ধ্যায় সুর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে। যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে। সূত্র: মিনিটমিরর।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা