চাঁদপুরে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
অ- অ+

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার লক্ষ্মীপুর ও হানারচর ইউনিয়নে মাদকসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ওই এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার দিনগত রাতে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে খোকন গাজী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর পার্শ্ববর্তী হানারচর ইউনিয়নের হরিনা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াসিন গাজী (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন, তিনটি মোবাইল সেট, দুটি পেনড্রাইভ, একটি মানিব্যাগ ও ৪টি ফয়েল পেপার বক্স উদ্ধার করা হয়।

অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, মাদকের দুটি অভিযানের পর শহরের পুরান বাজারে সন্দেহভাজন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাড়ি থেকে ১৪টি তরবারি, একটি বড় ছুরি, একটি এসএস এর চাইনিজ কুড়াল ও দুটি চেইনের চাবুক উদ্ধার করা হয়।

মাদকসহ গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/১০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
পৃথিবীতে দামি ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, প্রতারণার ডিজিটাল হাতিয়ার এখন
দেশের বাজারে সোনার দাম আরও বেড়ে ভরি ১৫৩৪৭৫ টাকা
শান্তি চুক্তিতে ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চাইবে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা