সাবেক এমপি নিখিলের সহযোগী যুবলীগ কর্মী রিংকু গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮
অ- অ+

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী যুবলীগের সক্রিয় সদস্য রিপন আহম্মেদ রিংকুকে (৩০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃত রিংকু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে মাঠে নেমে ছাত্র-জনতার উপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার বিকাল সাড়ে পাচটার দিকে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার বিকালে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান চালিয়ে রিংকুকে গ্রেপ্তার করা হয়। সে সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

তালেবুর রহমান আরও জানান, রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা রেখেছিল। ওই এলাকায় আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সঙ্গে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা