অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৭৫

রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৫ জন গ্রেপ্তার হন।
সোমবার দুপর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও পাইপগান, দুই রাউন্ডগুলিসহ বিভিন্ন ধরনের দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে রবিবার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৪৩ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ১৭৮ জনকে গ্রেপ্তার হন।
গত শনিবার দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নিচ্ছেন।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএস/এমআর)

মন্তব্য করুন