অপারেশন ডেভিল হান্ট: চাঁদপুরে ছাত্রলীগ নেতা কাকন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সরাসরি হামলায় জড়িত এবং একাধিক মামলার আসামি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কাকন গাজী শহরের ১৩ নম্বর ওয়ার্ড ষোলোঘর পাকা মসজিদ এলাকার গাজী বাড়ির মৃত মিজানুর রহমান গাজীর ছেলে। তিনি কারাগারে থাকা সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী। তার বাসায় যাতায়াত ছিল দীপু মনির।

মন্ত্রীর প্রভাব খাটিয়ে কাকন স্থানীয় নানা অপরাধে নেতৃত্ব দেন এবং তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

কাকনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে গত ৫ আগস্টে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ আছে এবং একাধিক মামলায় আসামি তিনি।’

ওসি জানান, ‘কাকনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।’

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক দুলাল
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করলেন গুতেরেস
অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-রুপনা
সোনারগাঁয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা