রাজধানীর খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুল এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তৌহিদুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম (২২)।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “গোপন সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুলের পূর্ব পাশে গ্রেপ্তারকৃতরা ডাকাতির করার প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় দুজনকে আটক করা হয়। ৮/৯ জন দৌড়ে পালিয়ে যায়।”

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে তৌহিদুল ইসলামের কাছ থেকে ১টি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের চাপাতি ১টি লোহার রড, ও নাইলনের দড়ি এবং নাহিদুল ইসলামের কাছ থেকে একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের চাকু, ১টি লোহার রড জব্দ করা হয়।”

ওসি দাউদ হোসেন আরও জানান, এ ঘটনায় খিলগাঁও থানার এসআই খন্দকার মঈনুল হক বাদী হয়ে একটি ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা