১০ জনের দল নিয়েও দুর্দান্ত জয় আল নাসরের

সৌদি প্রো লিগে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। আল আহলিকে ৩-২ গোলে হারিয়েছে ১০ জনের আল নাসর। ম্যাচের ৪৭তম মিনিটে আল নাসরের এক ফুটবলার লাল কার্ড দেখলেও, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম হাফেই এগিয়ে যায় আল নাসর। ৩২তম মিনিটে আয়মান আহমেদের পাস থেকে গোল করেন দলের নতুন সাইনিং জন ডুরান। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয় হাফের শুরুর দ্বিতীয় মিনিটেই লাল কার্ড দেখেন আল নাসরের ফরাসি ডিফেন্ডার সিমাকান।
এরপর ১০ জনের আল নাসরকে চেপে ধরে আল আহলি। চাপ সামলাতে ম্যাচের ৭৬তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নেন আল নাসর কোচ। তবে তার দুই মিনিট পরই সমতায় ফেরে আল আহলি। ভিয়েগার ক্রস থেকে হেডে গোল করেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি। তবে লিড পেতে বেশি দেরি করেনি আল নাসর।
৮০তম মিনিটে প্রথম গোলের সহায়ক আয়মান আহমেদই আল নাসরকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। ম্যাচের ৮৮তম মিনিটে আবারও ডুরান ম্যাজিক। দুই গোলের লিড নিয়ে ম্যাচটা প্রায় নিজেদের নিয়ন্ত্রণেই নিয়ে নেয় আল নাসর।
তবে বাড়ানো সময়ে এক গোল শোধ দেয় আল আহলি। ৯৮তম মিনিটে আল আহলির হয়ে গোল করেন সুমাইহান আল-নাবিত। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আল নাসর। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আল আহলি।
(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন