অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জনসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪৫৭

সারা দেশে চলমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৪৫৭ জন।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি একনলা বন্দুক, ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, চাইনিজ ছুরি ১টি, কাঠের বাটযুক্ত ছুরি ১টি, চাইনিজ চাপাতি ২টি, চাইনিজ কুড়াল ১টি, দা ৩টি, ধামা ৪টি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।
(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন