নওগাঁয় দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৮| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩
অ- অ+

নওগাঁ সদর উপজেলায় দুস্থ ও অসহায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার রামরায়পুর দিঘিরপাড় উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অপরাজিতা ফাউন্ডেশনের উদ্যোগে সেখানে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্যসেবা দেন।

আয়োজকরা জানান, বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার জন্য এর আগে এলাকায় আয়োজকদের পক্ষ থেকে মাইকিং করা হয়। খবর শুনে ফাগুনের সকালে সদর উপজেলার রামরায়পুর, শৈলগাছী, শিকারপুর, মকরামপুর, দরিয়াপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন মানুষজন। চিকিৎসাসেবা পেতে এক হাজারের বেশি মানুষ নিবন্ধন করেন। আজ বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা চলবে।

দরিয়াপুর গ্রাম থেকে আসা গৃহবধূ জুলেখা খাতুন বলেন, ‘দীর্ঘদিন ধরে হাঁটু ও কোমরে ব্যথায় ভুগতেছি। ব্যথা সারানোর জন্য ডাক্তারের কাছে এসেছিলাম চিকিৎসা নিতে। খুব সুন্দর পরিবেশে বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে চিকিৎসা দিল। শহরে এই ডাক্তারকে দেখালে ছয়-সাতশ টাকা দিতে হতো।’

অপরাজিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডনপ্রবাসী আব্দুল্লাহ আল হাসিব বলেন, ‘সদর উপজেলার রামরায়পুরে আমার গ্রামের বাড়ি। অনেক আগে থেকেই আমি ব্যক্তিগত পর্যায়ে এলাকার মানুষজনকে সহায়তা করে আসছি। তবে এককভাবে মানুষকে সহায়তা করে তেমন তৃপ্তি পেতাম না। আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০২৪ সালের এপ্রিল মাসে সমমনা ব্যক্তিদের নিয়ে অপরাজিতা ফাউন্ডেশন নামের একটি সংগঠন গড়ে তুলি। গ্রামীণ অসহায় মানুষদের সহযোগিতা করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।’

(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ
কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নতুন ওসি
শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়া, গাড়ি চালিয়ে নিয়ে গেলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা