ইজতেমায় হামলার প্রচারণাকারী যুবলীগ নেতা আটক, আর আশঙ্কা নেই: জিএমপি

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে হামলার প্রচারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার দুপুরে ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
তবে ইজতেমায় হামলার চালানোর প্রচারণাকারী ওই ব্যক্তিকে আটক করার কথা জানালেও তার নাম-পরিচয় জানাননি কমিশনার।
এদিকে কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম রনি সরকার (৩৮)। কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।
ইজতেমা ময়দানে হামলা হতে পারে এমন প্রচারণার কথা উল্লেখ করে জিএমপি কমিশনার বলেন, ‘আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে, যাতে সমাবেশে লোকজন সমাগম না হয়। এটিতে ভয় পাওয়ার কিছু নাই।’
মাঠে তল্লাশি করা হয়েছে বলেন জানান কমিশনার। বলেন, ‘মাঠের মধ্যে কোনো বোম নাই। হামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমার মনে হয় না এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, আমরা এটিকে কোন হুমকি মনে করছি না।’
সারা দেশে এখন অপারেশন ডেভিল হান্ট চলছে। ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী ইজতেমা মাঠকে ব্যবহার করতে, এখানে এসে আশ্রয় নিতে পারে- এমন কথা আগেও বলেছিলেন কমিশনার। সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এখানে এসে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ব্যাপারে আমাদের নজর আছে।’
নিরাপত্তার বিষয়ে কমিশনার বলেন, ‘এখানে যারা মাঠে মুরব্বিরা আছেন তারাও তাদের স্বেচ্ছাসেবী সার্ভিসের জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আশা করি নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারিদিকে লোক রেখেছি, প্রহরা রেখেছি, সিসি ক্যামেরায় লক্ষ রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ রাখছি।
মাওলানা সা'দ অনুসারিদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’
এই দ্বিতীয় পর্বে আগামীকাল দুপুর বারোটায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। গত দুই ধাপের চেয়ে এবারের ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। আগামীকাল বিআরটি প্রকল্পের উড়াল সেতু দিয়ে একটি লেনে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান কমিশনার।
আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দিবেন মাওলানা সাদ অনুসারীরা।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/মোআ)
মন্তব্য করুন