ডোমার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ ঢাকায় গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২
অ- অ+

অপারেশন ডেভিল হান্টে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম নাহিদকে ঢাকার রমনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার ভোররাতে ঢাকার রমনা থানার একটি এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ মারফতে জানা যায়, অপারেশন ডেভিল হান্টে নাহিদকে গ্রেপ্তার করে ডোমার থানার কাছে হস্তান্তর করেছে ঢাকার রমনা থানা পুলিশ। বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. মনজুর আলম নাহিদ (৪৫) ডোমার পৌর শহরের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

এ বিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘রবিবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে গ্রেপ্তারকৃতকে জেলা আদালতে সোপর্দ করা হয়।’

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা