মারা যাওয়া স্বজনকে দেখতে গিয়ে পিকআপ চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আহত

রাজধানীতে মারা যাওয়া স্বজনকে দেখতে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা মেয়ে গুরুতর আহত হন।
সোমবার সকালে মাতুয়াইলে এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ পিকআপটি জব্দ করেছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ইরফান জানিয়েছেন, নিহত দুইজন হলেন আব্দুল জব্বার ও রুনা আক্তার। আর আহত মেয়ের নাম জুঁই আক্তার। তার বয়স ১৫ বছর।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “সকালে তিনজন সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুনা আক্তারের মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আব্দুল জব্বার মারা যান। আহত জুঁই আক্তার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।”
আহত জুঁইয়ের বড় বোন জান্নাতুল ফেরদৌস জানান, গত রবিবার রাতে ঢাকা মেডিকেলে তাদের এক আত্মীয়ের মৃত্যু হয়। তার বাবা, মা ও বোন সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন