কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব উদযাপন

শীতের রিক্ততাকে বিদায় দিয়ে ফাল্গুনের রঙ ছড়িয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে ‘বসন্ত উৎসব- ১৪৩১’ উদযাপন করা হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিন খান ও আমেনা ইকরার যৌথ সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নেচে-গেয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহকারী প্রক্টর মাহমুদুল হাসান রাহাত এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা।
প্রতিবর্তনের বসন্ত উৎসব সম্পর্কে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘বসন্তকাল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাঙালির চিরায়ত সংস্কৃতি আমাদের সকলকে তুলে ধরতে হবে। এ আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য উঠে এসেছে। পাশাপাশি বসন্ত মেলায় তরুণ কিছু উদ্যোক্তাও দেখতে পেয়েছি। এমন উৎসব আমাদের সকলের মাঝে প্রতি বছর অব্যাহত থাকুক।’
অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, ‘বসন্তকাল বাঙালির সংস্কৃতি, হৃদয় এবং জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বসন্তের এই আনন্দকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং সকল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবর্তন, প্রতিবারের ন্যায় এবারো আয়োজন করেছি প্রতিবর্তন বসন্ত উৎসব- ১৪৩১। পাশাপাশি ক্যাম্পাসের উদ্যোক্তাদের নিয়ে আমরা একটি মেলার আয়োজন করেছি। সকলের সহযোগিতায় সুন্দর একটি আয়োজন করতে পেরে আমরা উচ্ছ্বসিত।’
এছাড়া দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বাস মাঠে ক্যাম্পাসের তরুণ উদ্যোক্তাদের নিয়ে ব্যতিক্রমধর্মী বসন্ত মেলার আসর বসে।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন