বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৪
অ- অ+

পূর্বশত্রুতার জেরে বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে মোছা. রূপালী (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত দেবর মোজাম্মেল হকসহ (৩২) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ রুপালী ওই গ্রামের মো. পলাশের স্ত্রী। ঘটনায় পলাশ, মোজাম্মেল আফরোজা আহত হন। তাদের মধ্যে পলাশ, মোজাম্মেল ওই হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন মোজাম্মেল হকের স্ত্রী আফরোজা (২৫), বাবা রাশেদ আলী (৬০) মা মরিয়ম (৫৫)

বুধবার রুপালীর ভাই একই উপজেলার মুরইলের বাসিন্দা সুমন বাদি হয়ে চারজনের নামে একটি হত্যা মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, টিউব ওয়েলের পানি নেয়া এবং বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে মো. পলাশ (৪২) এবং তার সৎভাই মোজাম্মেল হকের পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়াসহ হাতাহাতি হয়। এক পর্যায়ে মোজাম্মেল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভাবি রুপালীর পেটে আঘাত করেন। পরে রুপালিকে গুরুতর আহত অবস্থায় কাহালু উপজেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থা খারাপ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১টার দিকে তিনি মারা যান।

ওসি আব্দুল হান্নান বলেন, ঘটনায় আজ বুধবার চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। রুপালীর লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসী স্বামীকে বিদায় জানানো হলো না, বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা