যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০
অ- অ+

কর্মস্থলে ব্যক্তিগত কলহের জেরে সহকর্মীকে কুপিয়ে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত আসামির হলেন স্বপন মিয়া (৩০)।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এটিইউএর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত দায়িত্বে) মোছা. শিরিন আক্তার জাহান।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামি ২০১৫ সালে কর্মস্থলে ব্যক্তিগত কলহের জেরে তার সহকর্মী ভিকটিম জুয়েল রানাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে এবং লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলের পাশে একটি ডোবায় ফেলে দেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কদমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিশেষ দায়রা জজ ও বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্বপন মিয়াকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

এ মামলায় তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে আসামি স্বপন মিয়া জেল থেকে পলায়ন করে আত্মগোপন করেন। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। অবশেষে আজ তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা