মুশফিক-মাহমুদউল্লাহর কড়া সমালোচনা ওয়াসিম জাফরের

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়েছে বাংলাদেশের।
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও এক সময়ের বিসিবির কোচ ওয়াসিম জাফর। তার মতে, রাওয়ালপিন্ডিতে ৩০০ রান করার সুযোগ ছিল লাল সবুজদের। কিন্তু ব্যাটারদের দোষে সেটি সম্ভব হয়নি।
ভারতের পর নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কিউইদের বিপক্ষে হারের জন্য সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছেন দলের দুই অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটর মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
কারণ আগে ব্যাট করতে নেমে শুরুতে সুবিধাজনক অবস্থানেই ছিল বাংলাদেশ। দলীয় ৯৭ রানে তৃতীয় উইকেট হারালে ব্যাট করতে ক্রিজে নেমেছিলেন মুশফিক। কিন্তু দলের হাল ধরে উল্টো উইকেট বিলিয়ে দলকে চাপে ফেলেন তিনি। মাইকেল ব্রেসওয়েলের বলে স্লোগ-সুইপ খেলে ক্যাচ তুলে দেন মিড-উইকেটে থাকা ফিল্ডার রাচিন রবীন্দ্রের হাতে। ভারতের বিপক্ষে ডাক মারার পর এই ম্যাচে ৫ বলে ২ রানে থামে তার ইনিংস।
দলীয় ১০৬ রানে চতুর্থ উইকেট হারানোর পর ক্রিসে আসেন আরেক সিনিয়র মাহমুদউল্লাহ। তিনি তো আরও দায়িত্বজ্ঞানহীন শট খেলে দলকে ডোবান। আগের ম্যাচে চোটের কারণে খেলতে না পারা এ ব্যাটার এদিন ১৪ বলে ৪ রান করে আউট হন। ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে লিডিং এজ হয়ে ধরা পড়েন ও’রর্কের হাতে। তাতে ১১৮ রানের মধ্যে পঞ্চম উইকেট হারায় লাল সবুজরা। দুই অভিজ্ঞ সিনিয়রের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের সমালোচনা করে ম্যাচ শেষে ক্রিকইনফোর এক অনুষ্ঠানে ওয়াসিম জাফর বলেন, ‘আজ আমরা যে শট নির্বাচন দেখেছি, তা খুবই হতাশাজনক। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে...এই ম্যাচটা তো তাদের জিততেই হতো। এই ধরনের ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে, আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে।’
ভালো শুরুর পরও রাওয়ালপিন্ডির মতো ব্যাটিং পিচে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৩৬ রান তুলতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। অথচ বাঁচা-মরার ম্যাচটিকে জিততে সর্বোচ্চটা দেয়ার কথা ছিল ব্যাটারদের। কিন্তু তারা বোলারকে পর্যাপ্ত পুঁজি এনে ব্যর্থ হন। যার কারণে হেসেখেলেই জয় তুলে নেয় কিউইরা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ৩০০ রানের বেশি করার সুযোগ ছিল উল্লেখ করে ওয়াসিম জাফর বলেন, ‘এই পিচে সহজেই বাংলাদেশ ৩০০-এর বেশি রান করতে পারত। তাদের দোষেই হয়নি। বোলিং বিভাগের কাছে ২৪০ রানের নিচে নিউজিল্যান্ডকে অলআউট করার আশা করা খুব বেশি চাওয়া হয়ে যায়।’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
(ঢাকাটাইমস/২৫ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন