মঠবাড়িয়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৪
অ- অ+

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজনগর এলাকার ভাটার পোল সংলগ্ন কৃষিজমি থেকে এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বৃদ্ধকে এর আগে এলাকায় ঘুরতে দেখা যায়নি, ফলে কেউ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত নন। এলাকাবাসীর ধারণা, তিনি পথভ্রষ্ট বা মানসিক ভারসাম্যহীন হতে পারেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর। তিনি সাধারণ পোশাক পরিহিত ছিলেন। প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আমরা আশপাশের এলাকায় অনুসন্ধান চালাচ্ছি। পাশাপাশি মরদেহের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার করা হয়েছে, যাতে কেউ তাকে শনাক্ত করতে পারেন।

তিনি আরও জানান, মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির চৌকস টিম কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৭ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাপক নিরাপত্তায় ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তৌহিদুল আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসিকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা