ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে অফিস সহকারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩
অ- অ+

রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আবদুল মালেক খান (৪০)। তিনি বিয়াম ফাউন্ডেশনের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, বিয়ামের এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, এসি বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় আবদুল মালেক খানকে শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

মৃতের ছোট ভাই সোহেল খান বলেন, তার ভাই আব্দুল মালেক প্রতিদিন বিয়াম ফাউন্ডেশনের ৫০৪ নম্বর রুমে ঘুমালেও গত রাতে তিনি ৫০৭ নম্বর রুমে গাড়িচালকের সঙ্গে ঘুমিয়েছিলেন।

ভাইয়ের মৃত্যু হলেও গাড়িচালকের সামান্য আহত হওয়ার বিষয়টি রহস্যজনক দেখছেন তিনি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা