মিরাকল ঘটিয়ে আফগানদের কি সেমির টিকিট এনে দিতে পারবে ইংল্যান্ড!

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ১২:৫৪
অ- অ+

জমে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মাঠের লড়াই। এতোমধ্যেই প্রায় চূড়ান্ত হয়ে গেছে সেমির চার দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।

জিতলেই প্রোটিয়ারা গ্রুপ চ্যাম্পিয়ন, হারলেও সুযোগ থাকবে। অন্যদিকে, তৃতীয় ম্যাচের আগে পদত্যাগ করেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। আগেই বিদায় নেওয়া ইংলিশদের কাছে এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার।

করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের এই ম্যাচটি শনিবার (১ মার্চ) শুরু হবে দুপুর ৩টায়।

টানা দুই হারে গ্রুপ পর্বেই বিদায়। বাজে পারফরম্যান্সের দায় নিয়ে মাঝপথেই পদত্যাগ অধিনায়কের। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিজ্ঞতা, ইংল্যান্ডের জন্য এতটুকুই।

আপাতত শেষটা ইতিবাচকভাবে করতে পারে থ্রি লায়ন্স। তাদের সঙ্গে ঝুলে আছে আফগানদের ভাগ্য। সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে ঘটাতে হবে মিরাকল।

গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে গ্রুপটি থেকে অন্য জায়গার জন্য লড়াইটা এখন সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের। তবে দুশ্চিন্তার কারণ নেট রান রেট।

যে হিসেবে যোজন যোজন পিছিয়ে রশিদ খানরা। সামনে পড়ে আছে অবাস্তব সমীকরণ। যদি ইংল্যান্ড আগে ব্যাট করে এবং অন্তত ২০৭ কিংবা তার বেশি রানের ব্যবধানে জেতে। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করার মানে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত, যদি না মিরাকল ঘটে। যেমন প্রোটিয়ারা যদি ৫০ রানে অলআউট হয়, আর ইংল্যান্ড সেটা ৩৪ বলে তাড়া করে জেতে। অথবা ১০০ করলে ইংল্যান্ডের জিততে হবে ৬০ বলে, ১২৫ তাড়া করতে হবে ৭১ বলে। বাস্তবতা বলছে, এই টুর্নামেন্টে প্রোটিয়াদের শেষ চারে না যাওয়ার শঙ্কা নেই বললেই চলে কিংবা আফগানিস্তানের টিকে থাকার। আর যদি ইংল্যান্ডকে সাউথ আফ্রিকা হারায়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে সেমিতে যাবে রাবাদার দল।

আপাতত খালি চোখে সেই সম্ভাবনা প্রবল। দারুণ ভারসাম্যপূর্ণ প্রোটিয়ারা ইংলিশদের বিপক্ষে নামার আগে পাচ্ছে হেনরিখ ক্লাসেনকে। সঙ্গে আগ্রাসী ব্যাটিং লাইন আপ আর বৈচিত্র্যময় বোলিং আক্রমণে, টানা তৃতীয় আইসিসি ইভেন্টের নক আউট পর্বে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।

(ঢাকাটাইমস/০১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা