যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। তবে আজ ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। তবে কেন তারা কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল জেগেছে।
এবার জেনে নেওয়া যাক, কী সেই কারণ। মূলত বিশেষ এই আর্মব্যান্ড পড়ার কারণ পদ্মকর শিভালকরকে শ্রদ্ধা জানানো। মারাভারতের সাবেক এই স্পিনার গতকাল মারা গেছেন।
ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন শিভালকর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকহলেও কখনো জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে বড় অবদান রেখেছেন এই স্পিনার।
১৯৬১-৬২ মৌসুমে ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা শুরু করেন শিভালকর। ৪৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৮৯টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট ৪২ বার এবং ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ১৩ বার।
১৯৭২-৭৩ মৌসুমে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ফাইনালে দুই ইনিংসে যথাক্রমে ১৬ রানে আট উইকেট এবং ১৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে টানা ১৫তম রঞ্জি জিতেছিল মুম্বাই।
শিভালকরের মৃত্যুতে সুনীল গাভাস্কার লিখেছেন, 'খুবই খারাপ খবর। খুব কম সময়ের মধ্যে মুম্বই ক্রিকেটের দুই তারকা মিলিন্দ এবং পদ্মাকর চলে গেল। অনেক জয়ের কারিগর ছিল ওরা।'
'ভারতের অধিনায়ক হিসেবে আমার অন্যতম আক্ষেপ হল, জাতীয় দলে ‘প্যাডি’কে নেওয়ার জন্য নির্বাচকদের রাজি করাতে না পারা। জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটারের থেকেও বেশি যোগ্য ছিল। এটাই ভাগ্য। ও এমন বোলার ছিল, যে বিপক্ষের সেরা ব্যাটারকে আগে থেকে বলে আউট করে মুম্বাইকে জিতিয়েছে। টানা বল করে যেতে পারত।'-যোগ করেন তিনি।
(ঢাকাটাইমস/০৪ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন