মুশফিক-মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে যা বললেন আকরাম খান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৫, ১৬:২৪
অ- অ+

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শিরোপা জয়তো দূরে থাক গ্রুপপর্বেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সর্বশেষ আসরে সেমিফাইনালে খেললেও এবার কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টিম টাইগার্স।

টুর্নামেন্টটিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। এ ছাড়া এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও পাননি রানের দেখা।

বয়সের কথা চিন্তা করলেও প্রশ্ন আসছে জাতীয় দলে এই অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে। তবে মুশফিক-মাহমুদউল্লার ভবিষ্যৎ নিয়ে তাদের ওপরই ছেড়ে দিতে বললেন বিসিবি পরিচালক আকরাম খান। আজ বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক। সেখানে কথা বলেছেন অভিজ্ঞ দুই ক্রিকেটারকে নিয়ে।

আকরাম খান বলছিলেন, 'দেখেন একটা জিনিস প্রথমে আমি মনে করি যে, যারা সিনিয়র প্লেয়ার আছে তাদের সবাইকে সম্মান করা উচিত। খেলোয়াড়রাই বলতে পারবে একমাত্র ওর ফিটনেস, বা প্রেসার কিভাবে খেলাটা নিচ্ছে। একটা খেলোয়াড়ই বুঝতে পারে তার ভবিষ্যৎ কি অবস্থা। সবকিছু মিলে আমাদের খেলোয়াড়দের উপর ছেড়ে দেয়া উচিত, সিদ্ধান্তটাও ওরাই নিক। এবং যদি বেশি সমস্যা হয় টিম ম্যানেজমেন্ট আছে খেলোয়াড়ও আছে ওরা বসে সিদ্ধান্ত নেয়া উচিত। আমার মনে হয় এটা নিয়ে বাইরে আলাপ আলোচনা করা সম্মানজনক দেখায় না।'

গেল সোমবার বিসিবির বোর্ড মিটিং শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশ্নের মুখে পড়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি— এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’

(ঢাকাটাইমস/০৫ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা